স্টাফ রিপোর্টার:
২য় ধাপে নির্বাচন সম্পন্ন করতে ইতোমধ্যে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১১ নভেম্বর বগুড়ার শেরপুর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। তাছাড়া ২নং গাড়িদহ মডেল ইউনিয়নে ভোট গ্রহন ৩য় ধাপে অনুষ্ঠিত হবে। তবে এই ইউনিয়নে ইভিএমে ভোট গ্রহণ করা হবে বলে স্থানীয় নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।
তাই এইসব ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ চেয়ারম্যান
পদে দলীয় প্রার্থী যাচাই-বাচাই প্রক্রিয়া শুরু করেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আ.লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫১জনের নামের তালিকা বাছাইয়ে ব্যাপক তৎপরতাসহ আবেদন সংগ্রহ করছেন স্থানীয় উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ। তবে দলীয় মনোনয়ন পেতে এদের মধ্যে প্রাথমিকভাবে যাচাই-বাচাই সম্পন্ন করে সুপারিশসহ জেলা কমিটি ও কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া।
জানা গেছে, শেরপুর উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষমতাসীন দল আওয়ামীলীগের
মনোনয়ন পেতে সম্ভব্য প্রার্থীরা তাদের স্ব-স্ব আবেদনপত্র দলীয় উপজেলা নির্বাচন
পরিচালনা কমিটির কাছে জমাও দিয়েছেন। তাদের মধ্যে ১নং কুসুম্বী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মো.জুলফিকার আলী সনজু, সাংগঠনিক সম্পাদক মো.আসাদুল ইসলাম আসাদ, সহ সভাপতি মো.আশরাফ আলী, সদস্য, মো.মোশারফ হোসেন, ইউনিয়ন শাখা,মো.আবু হান্নান সবুজ ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আমিনুল হক।
২নং গাড়িদহ মডেল ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগ(পশ্চিম) শাখার সাধারণ সম্পাদক মো.মতিউর রহমান, সহ সভাপতি, মো.মোকাব্বর হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম শামীম।
৩নং খামারকান্দি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে যথাক্রমে: ইউনিয়ন আওয়ামীলীগের সাধার সম্পাদক মো. আয়নাল হক সরকার, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আব্দুল মোমিন(২০১৬ আ.লীগ মনোনীত নৌকা
প্রতিক প্রাপ্ত প্রার্থী ১১০ ভোটে পরাজয় হন), ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য ও প্রাক্তন চেয়ারম্যান মো.নজরুল ইসলাম হানু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো.সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী মহিলালীগের সভানেত্রী মোছা.লায়লা আরজুমান লিলি ও আওয়ামীলীগ সমর্থক এবং বিশিষ্ট সমাজ সেবক মো. সেলিম রেজা।
৪নং খানপুর ইউনিয়ন চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক (কোষাধ্যক্ষ) পরিমল দত্ত এক প্রার্থী
হিসেবে স্থানীয় কর্মীসভায় মনোনীত হয়ে উপজেলা আওয়ামীলীগের কাছে আবেদন জমা দিয়েছেন বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে।
উপজেলার ৫নং মির্জাপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মোহাম্মাদ আলী, ইউনিয়ন
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.আব্দুল হান্নান, ইউনিয়ন আওয়ামীলীগের
সদস্য মো.আব্দুল হামিদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর
আলম ও আওয়ামীলীগ সমর্থক মো.গোলাম রসুল।
৬নং বিশালপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আ.লীগ সদস্য
মো.রইস উদ্দিন মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ শাজাহান আলী সাজা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.জাহেদুর
রহমান, সহ সভাপতি শ্রী রাজ লক্ষ্মণ সরকার, সাংগঠনিক সম্পাদক মো.শামীম হাসান, আ.লীগ নেতা মো.গোলাম সরোয়ার, সাবেক ছাত্রলীগ নেতা মো. আনোয়ার হোসেন, স্থানীয় আ.লীগ নেতা মো.নাজিম উদ্দিন, মো.সহিদুজ্জামান, ইউপি সদস্য ও আ.লীগ সমর্থক শ্রী বিপ্লব কুমার ও আ.লীগ সমর্থক মো.ফরিদ উদ্দিন।
৭নং ভবানীপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের
সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো.আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের
সদস্য মো.জাকির হোসেন মামুন, মির্জা এম.এ মালেক, ও ইউনিয়ন যুবলীগ
সভাপতি মো.ফেরদৌস জামান।
৮নং সুঘাট ইউনিয়ন চেয়ারম্যান পদে আ.লীগ প্রার্থীদের মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মনিরুজ্জামান জিন্নাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, দপ্তর সম্পাদক এস.এম
আবিদ হাসান।
৯নং সীমাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে উপজেলা আ.লীগের বন ও
পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো.মনছুর রহমান আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান গৌর দাস রায় চৌধুরী, উপজেলা আ.লীগের সদস্য মো.আব্দুল হালিম তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী ইমরুল কায়েস, উপজেলা যুবলীগ সদস্য মো.জাব্বারুল মনির ও আ.লীগ সমর্থক মো.সাইফুল ইসলাম খান।
১০নং শাহবন্দেগী ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের উপজেলা আওয়ামীলীগের সদস্য মো.আব্দুল হামিদ, ইউনিয়ন আ.লীগের সভাপতি মো.আবুল কাশেম আকন্দ, সাধারণ সম্পাদক মো.মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মো.আবু তালেব আকন্দ এবং বর্তমান ইউপি চেয়ারম্যান(নৌকা প্রতিক প্রাপ্ত) মো.আলামিন মন্ডল ও আ.লীগ সদস্য মো.শাহজামাল।
এ বিষয়ে শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস
সাত্তার বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় চেয়াম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা জেলা কমিটির কাছে প্রেরণ করা হয়েছে।
তবে নির্বাচন পরিচালনা কমিটি যাকে মনোনয়ন ও প্রতীক বরাদ্দ দিবে, সেই দলীয়
প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকবেন।