স্টাফ রিপোর্টার : র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার সময় বগুড়া শেরপুর রোডের কলোনীর রেইনবো কনিউনিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে লতিফপুর কলোনী, মৃত আজিম কুরাইশির পুত্র রাজু কুরাইশি (৩০) এবং শাহজাহানপুর উপজেলার আব্দুস সাত্তারের পুত্র হোসেন (২০) কে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ২,৪৫০/-(দুই হাজার চারশত পঞ্চাশ) টাকা, ০২ টি মোবাইল জব্দ করা হয়। গ্রেফতারকৃত ১। মোঃ ফয়সাল আহম্মেদ(২২), পিতা- মোঃ আবু ছালেক, সাং- বারদুয়ারীপাড়া পাড়া আলিয়া মাদ্রাসা গেইট, ২। মোঃ রানা মিয়া(২১), পিতা-মোঃ জাফর আলী, সাং-উত্তর সাহাপাড়া, উভয় থানা-শেরপুর, জেলা-বগুড়া।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে বগুড়া জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে বগুড়া জেলার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।