হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া সংবাদদাতাঃ বগুড়া জেলার ধুনট, চান্দার পাড়া মোঃ শহিদুল ইসলাম তার বাড়ির পাশে পরিত্যক্ত দুই শতক জমিতে কুড়িটি চায়না লেবু গাছ রোপন করে সপ্তাহে ২০০/৩০০ টি লেবু বিক্রি করে ৩০০/৪০০ টাকা আয় করছেন।
পরিশ্রম এর তুলনায় পরিত্যক্ত জমি থেকে এধরণের আয়কে সহজে ভাগ্য পরিবর্তন এর অপার সুযোগ তিনি মনে করছেন। তাই বাড়ির পাশে আরোও পরিত্যক্ত কুড়ি শতক জমিকে এই লেবু চাষে ব্যবহারের জন্য অধীর আগ্রহী হয়ে চারা রোপন করার মনস্থির করেছেন।
তিনি বলেন প্রায়ই অনেকের এধরণের অনেক জমি আছে অবহেলিত পরিত্যক্ত। একটু চেষ্টা করলে এধরণের পরিত্যক্ত জমি থেকে বছরে পনেরো হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা অনায়াসে আয় করা যায়।
তিনি আমাদেরকে আনন্দের সাথে জানান, চায়না এই লেবুর প্রচুর রস হয় ও গন্ধ মনোরম। বেশ বড়ও হয়, প্রতিটি গাছ থেকে সপ্তাহে দশ থেকে পনেরটি লেবু পাওয়া যায়। বর্তমানে একশত লেবু পাইকারি দেড়শ টাকা থেকে দুইশো টাকা বিক্রি করা হচ্ছে।