স্টাফ রিপোর্টার: শনিবার ৭আগষ্ট বগুড়ার শেরপুর উপজেলায় ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড পর্যায়ে করোনা ভ্যাকসিন দেয়া শুরু হবে।
প্রথম পর্যায়ে ক্যাম্পেইনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে ৬শ জন এবং পৌরসভায় সবমিলিয়ে ৬শজনকে এই টিকা দেয়া হবে। বগুড়া শেরপুরে যেসব কেন্দ্রে করোনা ভ্যাকসিন দেয়া হবে সেগুলো হলোঃ
শেরপুর পৌরসভার ৩টি কেন্দ্রঃ ১। উলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১,২ও৩নং ওয়ার্ড) ২। শেরপুর বিজ্ঞান ও কারিগরী মহিলা কলেজ (৪,৫ ও ৬নং ওয়ার্ড) ও ৩। বিকাল বাজার কিচেন মার্কেট (৭,৮ও৯নং ওয়ার্ড)।
এছাড়া ইউনিয়ন পর্যায়ে যেসব কেন্দ্রে টিকা দেয়া হবে সেগুলো হলোঃ কুসুম্বী ইউনিয়নঃ আলতাদিঘী ফাজিল মাদ্রাসা
গাড়ীদহ ইউনিয়নঃ ফুলবাড়ী দাখিল মাদ্রাসা (৭,৮,৯নং ওয়ার্ড)
খামারকান্দি ইউনিয়নঃ খামারকান্দি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় (৪,৫,৬নং ওয়ার্ড)
খানপুর ইউনিয়নঃ খানপুর উচ্চ বিদ্যালয় (৭,৮,৯নং ওয়ার্ড)
মির্জাপুর ইউনিয়নঃ কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৪,৫,৬নং ওয়ার্ড)
বিশালপুর ইউনিয়নঃ বিশালপুর উচ্চ বিদ্যালয় (৪,৫,৬ নং ওয়ার্ডে)
ভবানীপুর ইউনিয়নঃ ভবানীপুর দাখিল মাদ্রাসা
সুঘাট ইউনিয়নঃ ফুলজোড় উচ্চ বিদ্যালয়
সীমাবাড়ী ইউনিয়নঃ ধুনকুন্ডি উচ্চ বিদ্যালয়
শাহবন্দেগী ইউনিয়নঃ ধড়মোকাম উচ্চ বিদ্যালয় (৭,৮,৯নং ওয়ার্ড)
শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আব্দুল কাদের জানান, এসব টিকা কেন্দ্রে সর্বমোট ৬ হাজার ৬শজনকে অগ্রাধিকার তালিকা ভিত্তিক ভ্যাকসিন দেয়া হবে। এজন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের নিকট থেকে নিবন্ধনকৃত ব্যক্তির তথ্য সংগ্রহ হচ্ছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত এই ভ্যাকসিন দেয়া হবে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম জানান আমরা গত বৃহস্পতিবার করনা ভ্যাকসিন নিয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিয়ে মিটিং করেছি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সমন্বয়ে এলাকার বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ১৩ টি প্রত্যেক কেন্দ্রে ৬০০ জনকে টিকার আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে আমি ইতি মধ্যে সকল কেন্দ্র পরিদর্শন করেছি এবং আগামীকাল টিকা শুরু হওয়ার পরে প্রত্যেকটা কেন্দ্রে যাব।