স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুরে উত্তর পেচুল গ্রামে মরিচের ক্ষেতে বজ্রপাতে বজলুর রশিদ (৪০) নামের কৃষকের মৃত্যু হয়েছে।
রবিবার (৩অক্টোবর) বিকাল ৪ টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় উপজেলার কুসুম্বী ইউনিয়নের উত্তর পেচুল গ্রামে মরিচের ক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বজলুর ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে।
শেরপুর থানার এসআই সাচ্চু বিশ্বাস মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।