স্টাফ রিপোর্টার:
বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজিদ হাসান সিদ্দিকীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করলেন মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীরা।
এ উপলক্ষে ১৮ আগস্ট বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে মাঠ কর্মচারীদের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে মেডিকেল অফিসার ও করোন ফোকাল পার্সন ডা. মওদুদ আদনানের সভাপতিত্বে এক অভ্যর্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আফজাল হোসেন মারুফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. আবু হাসান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আব্দুর সবুর, আল মাহমুদ, সিএইচসিপি আফাজ উদ্দিন লিটন, স্বাস্থ্য সহকারী শাহজাহান আরী রানা ও ইপিআই টেকনিশিয়ান নজরুল ইসলাম ।
এ সময় স্বাস্থ্য পরিদর্শক হাতেম আলী, শশাংক রায়, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মনোয়ার কাওছার, সাইদুল ইসলাম সহ সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীরা উপস্থিত ছিলেন।