স্টাফ রিপোর্টার: বগুড়া শেরপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নির্দেশনায়, এস.আই আব্দুস সালামের সহযোগীতায়, শেরপুর থানার একদল চৌকস অফিসার, এস.আই সাঈফ,এস.আই শাহাদত, এ.এস.আই আবু বকর, সঙ্গীয় ফোর্স সহ খামারকান্দি ইউনিয়নের মাগুড়ার তাইর গ্রামে জনৈক মোঃ এনামুল হক রানার ভাড়া দেওয়া ঘরে গত ১২ আগস্ট রোজ বৃহস্পতিবার রাত্রী ১১:০০ ঘটিকায় অভিযান চালিয়ে নগদ সর্বমোট ২০,৭৪২ টাকা, দুই প্যাকেট তাস সহ আসামী ।
১। মোঃ আব্দুল লতিফ (৩৭), পিতা: মকবুল হোসেন, সাং- শুবলী, ইউনিয়ন: খানপুর, ২। মোঃ ফারুক হোসেন (৩২), পিতা: মৃত খোরশেদ আলী, সাং- শিবপুর, ইউনিয়ন: গাড়ীদহ, ৩। মোঃ আলম বাবু (৩৩), পিতা: মোঃ আব্দুল কাফী, সাং- পারভবানীপুর, ইউনিয়ন: খামারকান্দি, ৪। মোঃ আব্দুস সবুর (৩৭), পিতা: মৃত লোকমান হোসেন, সাং- পারভবানীপুর, ইউনিয়ন: খামারকান্দি, ৫। মোঃ কুদ্দুস (৩৪), পিতা: মৃত হযরত আলী, সাং- মাগুড়ার তাইর, ইউনিয়ন: খামারকান্দি, সর্ব থানা: শেরপুর, জেলা: বগুড়া, ৬। মোঃ আব্দুল মোতালেব (৪৫), পিতা: মৃত জব্বার শেখ, সাং- তেঘরী, থানা: শিবগঞ্জ, জেলা: বগুড়াগণকে গ্রেফতার করে জুয়া আইন ১৮৮৭ সালের ৩ ও ৪ ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করেন। শেরপুর থানার মামলা নং- ২১,
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান গতরাত্রে গোপন সংবাদের ভিত্তিতে খামারকান্দি ইউনিয়নের মাহমুদপুর গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় আমরা ৬ জনকে আটক করা হয়। পরে তাদেরকে প্রচলিত জুয়া আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।