27 C
Bangladesh
Saturday, December 2, 2023
Google search engine
spot_imgspot_img
Homeসারাদেশরাজশাহীবগুড়ার শেরপুরে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

বগুড়ার শেরপুরে আজকের দর্পণ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত 

আবু বকর সিদ্দিক, স্টাফ রিপোর্টার :

বগুড়ার শেরপুরে আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। এই উপলক্ষে কেক কেটে আলোচনা সভা এবং র‍্যালী অনুষ্ঠিত হয়।

শুক্রবার ২২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ প্রেস ক্লাব শেরপুর উপজেলা শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি ও “বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর উপজেলা শাখার সভাপতি ” মো.আবু বকর সিদ্দিক। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নারী আইনজীবী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপা (অ্যাডভোকেট), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টি প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক সকালের সময়ের উপজেলা প্রতিনিধি সাবেক অধ্যক্ষ মো. জিয়াউদ্দিন লিটন, আনন্দ টিভির বগুড়া জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ, আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি রঞ্জন কুমার দে, বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর  উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আশা। 

আরও উপস্থিত ছিলেন, হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল ওয়াদুদ, লায়লা-রুহুল গণ গ্রন্থাগারের ও কল্যাণ ট্রাস্টের সভাপতি সেলিম রেজা, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল মালাকার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম শাওন,  সাংবাদিক আজকের বসুন্ধরা পত্রিকার জেলা প্রতিনিধি রুহুল আমিন, শাহ্ বন্দেগী মডেল স্কুলের পরিচালক তোফাজ্জল হোসেন, সাংবাদিক মাসুদ রানা পারভেজ, আবু রায়হান, রায়হান পারভেজ (কমল), মাসুদ রেজা মিল্টন, মোঃ মাসুদ রানা, মেহেদি হাসান মজনু, গোলাম মোস্তফা প্রমুখ। 

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি জান্নাতুল ফেরদৌসী রুপা বলেন, মিডিয়া জগতে আজকের দর্পণ পত্রিকা উল্লেখযোগ্য স্থান দখল করেছে। এটা খুব চ্যালেঞ্জিং বিষয় ছিল। পত্রিকাটির গেটাপ-সেটাপ খুবই ভালো। প্রতিটি সংবাদ পরিবেশনের ধরন ও বিষয়বস্তু নির্বাচন অন্যান্য পত্রিকার থেকে আলাদা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এর মধ্য দিয়ে আজকের দর্পণ পত্রিকা আগামী দিনে দেশের শীর্ষস্থান দখল করবে-এমনটিই প্রত্যাশা করছি। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine
[td_block_1 custom_title="অবশ্যই পড়ুন " limit="4" f_header_font_transform="uppercase" ajax_pagination="next_prev" header_color="#013638" f_header_font_family="file_1" f_header_font_weight="600" m4f_title_font_family="file_1" m6f_title_font_family="file_1" category_id="31" td_ajax_filter_type="td_category_ids_filter" header_text_color="#ffffff" f_header_font_size="24" m4f_title_font_size="24" m4f_cat_font_size="18" m4f_ex_font_size="18" m6f_title_font_size="22" m6f_cat_font_size="16" m6f_meta_font_size="16"]
x