স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরে এক ঔষধের দোকানে লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর শহরের হাসপাতাল রোডে আল রাজী ক্লিনিক সংলগ্ন ফার্মেসীতে এই জরিমানা করা হয়। গত ৪ সেপ্টেম্বর “শেরপুরের ফার্মেসীগুলোতে ট্যাপেন্টাডল ও এমফিটামিনের রমরমা ব্যবসা” শীর্ষক খবর প্রকাশের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম।
জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ময়নুল ইসলাম।