স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুরের খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আব্দুস ছামাদের মৃত্যুতে মরহুম নেতার স্মরণে এক বিশাল স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার ১৪আগষ্ট বিকেল ৪ টায় খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দোগে কয়েরখালী বাজার চত্তরে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজুর রহমান খোকার সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস ছাত্তার।

প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া। দোয়া অনুষ্ঠানে মরহুম আব্দুস ছামাদের রাজনৈতিক সামাজিক কর্মময় জীবনের স্মৃতি চারণ করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি,শহর আওয়ামী লীগের সভাপতি মকবুল হোসেন,মোজাম্মেল হক রানা, উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন, প্রয়াত নেতার সহধর্মিনী ইউপি সদস্যা মোছাঃ আলেয়া বেগম, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, মকবুল হোসেন, নুরুল ইসলাম, পরিমল কুমার দত্ত, আবু তাহের, খানপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সহ আওয়ামীলীগ, যুবলীগ,কৃষক লীগ,ছাত্রলীগ,অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলের অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মজিদ কারী ।
উল্লেখ্য গত ৫ আগষ্ট অসুস্হ জনিত কারণে আব্দুস সামাদ নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।