স্টাফ রিপোর্টার: ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন অস্বাভাবিক ভাবে বেড়েই চলছে বগুড়ায় সারিয়াকান্দি পয়েন্টের যমুনা নদীর পানি। বিপদসীমার ৩৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি বিষয়টি নিশ্চিত করেন বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ।
এইদিকে বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সহকারি প্রকৌশলী মোঃ হুমায়ুন কবিরের সাথে কথা হলে তিনি জানান, গেলো ২৪ ঘন্টার রিডিং এ বিপদজনক লেভেল ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার সেখান থেকে পানি বৃদ্ধি পেয়ে আজ সন্ধ্যা ৬টায় সর্বশেষ রিডিং রেকর্ড করা হয় ১৭ দশমিক ৫ সেন্টিমিটার। সব মিলিয়ে যমুনা নদীর পানি বিপদসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সারিয়াকান্দি মুথরাপুর হার্ড পয়েন্টে বসানো গেজ থেকে প্রতি ঘন্টায় আপডেট নিচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরো জানান, সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারনে উপজেলার কাজলা ,কর্ণিবাড়ী , বোহাইল , চালুয়াবাড়ী ,সারিয়াকান্দি সদর ,হাটশেরপুর , চন্দনবাইশা এলাকার নিম্নাঞ্চল বন্যার পানিতে তলিয়ে গেছে ।এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়।