রাজিবুল ইসলাম রক্তিম স্টাফ রিপোর্টার: মানুষের জীবনে গাছের গুরুত্ব অপরিসীম, গাছ আমাদের কে নিঃস্বার্থভাবে অক্সিজেন দিয়ে থাকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সুন্দর নির্মল জীবন উপহার দেয় গাছ। পাশাপাশি রোগ থেকে মুক্তি, অভিজাত জীবনযাপনে সুগন্ধি, খাবারে স্বাদ বাড়াতে মশলা তা-ও গাছ থেকেই পাওয়া যায়।
প্রাচীনকাল থেকেই শুরু করে এসময় পর্যন্ত গাছ আমাদের পরিবেশের জন্য উপকার করে আসছে। খাদ্য, বস্ত্র, বাসস্থান ও মানব সংস্কৃতির বিকাশে মানুষকে সবচেয়ে বেশি সাহায্য করেছে গাছ।
গাছ আমাদের কোনো ক্ষতি না করে সর্বক্ষেত্রে উপকার করে গেলেও আমরাই গাছের সঙ্গে সবচেয়ে নিষ্ঠুর আচরণ করেছি, নগরায়নের নামে আধুনিকতার ছোঁয়া লাগাতে নানাবিধ উপকার করে আসলেও আমরা নিজ হাতে নষ্ট করছি আমাদের পরিবেশ বন্ধু ও পরিবেশের ভারসাম্য রক্ষাকারী গাছকে। গাছের সঙ্গে আমাদের অন্যায় আচরণ যেন আমরাই হেসে খেলে নিজেদের মরণফাঁদ তৈরি করছি।
সরেজমিনে চেলোপাড়া থেকে সারিয়াকান্দি রোডে সিংহভাগ গাছেই ডাক্তার, কবিরাজ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার ও রাজনৈতিক নেতাদের প্রচার প্রচারণার মাধ্যম হিসেবে আমাদের পরিবেশ বন্ধু গাছ কে বেছে নিয়েছে। বড় বড় পেরেক ঠুকে বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়ে গাছকে নিচ থেকে উপর পর্যন্ত আবৃত করে রেখেছে।
এই পেরেক ঠুকানোর ফলে গাছ থেকে রস নির্গত হয় এবং গাছ বড় হতে বাধাপ্রাপ্ত হয় অকালে শুঁকে নষ্ট হয়ে যায়।
চলবে………..