ববিন রহমান:
প্রথমবারের মতো ট্রাফিক পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা চালু করলো বগুড়া জেলা পুলিশ। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে শহরের সাতমাথায় ট্রাফিক পুলিশের ‘বডি ওর্ন’ ক্যামেরা সংযুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী ।
উদ্বোধনকালে পুলিশ সুপার সুদীপ বলেন, ‘প্রযুক্তিগত দিক থেকে পুলিশের এগিয়ে যাওয়ার মূল উদ্দেশ্যই জনগণের কল্যাণ সাধন ও পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা। প্রথম পর্যায়ে ১২টি ‘বডি ওর্ন’ ক্যামেরা সংযুক্ত করা হলো। এখন সার্জেন্টদের দেওয়া হলো। কারণ যানজট নিরসনে এটি খুবই কার্যকরী হিসেবে ব্যবহৃত হবে। তবে শীঘ্রই আরও ৩০টি ক্যামেরা প্রদান করা হবে। এছাড়া পর্যায়ক্রমে সবপর্যায়ের পুলিশ সদস্যদের শরীরে এই ক্যামেরা সংযুক্ত করা হবে।
পুলিশের এই ‘বডি ওর্ন ক্যামেরা’ ভ্রাম্যমাণ সিসিটিভি হিসেবে কাজ করবে। ক্যামেরার সঙ্গে বিল্ট ইন গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) থাকায় ওই পুলিশ সদস্যের অবস্থান কন্ট্রোলরুম থেকে সহজে শনাক্ত করা যাবে। এই ক্যামেরায় ধারণ করা যাবতীয় তথ্য চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে। তাৎক্ষণিক কোনো ঘটনা চোখ এড়িয়ে গেলেও এই ক্যামেরা সবকিছু রেকর্ড করে রাখবে।
তিনি আরও বলেন, ‘এর মধ্য দিয়ে আমরা প্রকৃত ঘটনা জানতে পারবো ও প্রয়োজনে জানাতে সক্ষম হবো। এর মধ্য দিয়ে পুলিশ সদস্যদের কর্মকাণ্ড জবাবদিহিতার মধ্যে আনা সম্ভব হবে বলেও উল্লেখ করেন পুলিশ সুপার।’
কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) শরাফত ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সদর থানার ওসি সেলিম রেজা, বগুড়ার ট্রাফিক পুলিশের টিআই রফিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।