দ্বীন মোহাম্মাদ সাব্বির:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়ার পূর্নিমাগাঁতীতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী জনসভা করেছে পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. আল-আমিন সরকার। শুক্রবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষের উপস্থিতিতে পূর্ণ ীমাগাঁতী গয়হাট্রা চেয়ারম্যান বাজারে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। পূর্ণিমাগাঁতী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিশাল মিছিল নিয়ে গয়হাট্রা চেয়ারম্যান বাজারে নির্বাচনী আলোচনা সভায় অংশ গ্রহণ করেন পূর্ণিমাগাঁতী ইউনিয়নের আপামর জনসাধারণ।
আল-আমিন সরকারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সলঙ্গা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো এবং সকল ওয়ার্ড আওয়ামীলীগ,ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়নের সর্বস্তরের জনসাধারন আল-আমিন সরকারকে জনসমর্থন জানিয়ে বক্তব্য রাখেন।
এসময় ইউপি চেয়ারম্যান আল-আমীন সরকার বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠন, দেশরত্ন শেখ হাসিনার প্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে ছাত্রজীবন থেকেই জড়িত।
আমি প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হবার পর উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের অক্লান্ত প্রচেষ্টা ও সহযোগিতায় ধীরে ধীরে উন্নয়নমুলক কাজের গতি বৃদ্ধি পায়। তারই ধারাবাহিকতায় আসন্ন ৭ নং পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়ে উল্লাপাড়া আসনের সংসদ সদস্য তানভীর ইমামের দিক নির্দেশনায় এই ইউনিয়নটিকে মডেল ইউনিয়নে রূপান্তর করা হবে।
পূর্ণিমাগাঁতী ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়নে পরিণত করতে চাই, সেইসাথে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, উন্নয়নশীল রাষ্ট্র বিনির্মাণে সহযোগীতা করতে চাই। আধুনিক তথ্য প্রযুক্তি সম্পন্ন ডিজিটাল ইউনিয়ন গঠনসহ সকল কর্মকান্ডে জনগনের অংশগ্রহন ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে আমার লক্ষ্য। সারাদেশের মধ্যে সন্ত্রাস, দূর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হবে পূর্ণিমাগাঁতী। সৎ যোগ্য ও আমাকে আবারো নৌকা প্রতীক দিলে অবশ্যই আমি চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাআল্লাহ।