দুপচাঁচিয়া( বগুড়া) প্রতিনিধিঃ গত ০৩-০৯-২০২১ খ্রিঃ, ২৩.৪০ ঘটিকার সময় দুপচাঁচিয়া থানা পুলিশ কতৃক গাজা ও হিরোইন সহ গ্রেফতার ২জন।
থানা পুলিশ সুত্রে জানা যায় গতকাল০৩-০৯-২০২১ খ্রিঃ, ২৩.৪০ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ মোসাদ্দেকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া থানাধীন তালোড়া পৌরসভার মেঘা গ্রামস্থ তালোড়া- আললাতফনগর পাকা রাস্তার উপর উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী
১। মোঃ আশরাফুল ইসলাম(১৯), পিতা-মোঃ পিন্টু ফকির, সাং- মেঘা নয়াপাড়া, থানা- দুপচাঁচিয়া. জেলা-বগুড়াকে আটক করে এবং আসামী ২। মোঃ জাহিদ হাসান ওরফে জনি(২৯), পিতা-মৃত রেজাউল করিম ঠান্ডু, সাং-মেঘা, থানা-দুপচাঁচিয়া, জেলা- বগুড়া ১০০ (একশত) গ্রাম গাঁজা ফেলে দিয়ে পালিয়ে যায়। উপস্থিত সাক্ষীদের সামনে এসআই (নিঃ) মোঃ মোসাদ্দেকুল ইসলাম আটক ব্যক্তির দেহ তল্লাশী করে তার নিকট হতে ০১ (এক) গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ তালিকামূলে জব্দ করে ধৃত আসামি ও জব্দকৃত আলামত সহ থানায় এসে বর্ণিত আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করে আসামি/ অভিযুক্তের নাম ও ঠিকানা: ১। মোঃ আশরাফুল ইসলাম(১৯), পিতা-মোঃ পিন্টু ফকির, সাং- মেঘা নয়াপাড়া, ২। মোঃ জাহিদ হাসান ওরফে জনি(২৯), পিতা-মৃত রেজাউল করিম ঠান্ডু, সাং-মেঘা, উভয় থানা-দুপচাঁচিয়া, জেলা
প্রকাশ থাকে ২নং আসামী মোঃ জাহিদ হাসান ওরফে জনির বিরুদ্ধে একাধিক মাদক মামলা আছে।
দুপচাঁচিয়া থানা পুলিশের এস আই রাশেদ জানান গ্রেফতার কৃত দুইজন কে অদ্য ৪।৯।২০২১ইং মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।