ইমরান ইসলাম,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে আশ্রয়ণ প্রকল্পের পূণর্বাসিত খোলা জায়গায় বৃক্ষ রোপন ও উপকারভোগী ২৪ টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার(০৬ আগস্ট)বিকাল ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কানইল আশ্রয়ণ প্রকল্পের বৃক্ষ রোপন ও উপকারভোগী পরিবারের মাঝে খাদ্য সহায়তা তুলে দেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
এ সময়,উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরা,উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম,উপজেলা সাবেক সহকারী কমিশনার(ভূমি)নিলুফা সরকার,উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান নঈমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আশ্রয়ণ প্রকল্পে পূণর্বাসিত নাম প্রকাশে অনিচ্ছুক বৃদ্ধা জানান,আমার নিজের বাবা- মা, স্বামী আমাকে জায়গা ও ঘর দিতে পারে নি।
শেখের বেটি আমাকে জায়গা ও ঘর দিয়েছে। শেখের বেটি আমাদের মা- বাবা কাজ করছেন। আমি এখন সারা দিন কাজ শেষে সন্ধ্যায় শেখের বেটির দেওয়া ঘরে এসে আরামে ঘুমাতে পারি। বৃষ্টি হলে ঘরে পানি ঢোকার আর চিন্তা থাকে না। আল্লাহ শেখের বেটিকে যেন অনেক দিন বেঁচে রাখে।