ইমরান ইসলাম,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মাকলাহাট আলোর দিশারী সংগঠনের উদ্যোগে হস্তলিখন প্রতিযোগিতায় পুরষ্কার ও আম গাছের চারা বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার(০৮ অগাস্ট) বিকালে উপজেলার মাকলাহাট দারুল কোরআন দাখিল মাদ্রসা প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোর দিশারী সংগঠনের সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি শহীদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল আওয়াল(প্রভাষক)।
প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল হক, আলোর দিশারী সংগঠনের ক্রিড়া সম্পাদক নাদিম মাহমুদ, প্রচার সম্পাদক শাহিন আলী, আইটি সম্পাদক ঈদুল রহমান, সদস্য রাকিব হোসেন প্রমুখ। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় তিনটি ক্যাটাগরিতে হস্তলিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রথম ক্যাটাগরিতে প্রথম স্হান অধিকারী মাহবুবা আক্তার, দ্বিতীয় ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী সুবর্ণা আক্তার, তৃতীয় ক্যাটাগরিতে প্রথম স্হান অধিকারী আনজুমান আক্তার।