ইমরান ইসলাম,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ পদ্মাসেতুর পিলারে ফেরী দিয়ে ধাক্কা মেরেও পিলারের একটি কোণারও কোন ক্ষতি করতে পারে নাই। শেখ হাসিনার ভীত সেই রকমই শক্ত, তাকে ধাক্কা দিয়ে নড়ানো যাবে না।
মানুষের ভালোবাসার উপর শেখ হাসিনার ভীত জন্মে আছে। রবিবার ১ আগষ্ট বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও করোনা উর্ধ্বগতি রোধকল্পে জনসেচতনতা সৃষ্টির লক্ষে মতবিনিম সভায় খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, উন্নয়নের সাথে শেখ হাসিনার ভীত জন্মে আছে। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিল বলে আমরা বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছি। তা না হলে পাকিস্তান থাকলে পাকিস্তানিরা আগে ৯৫% ভ্যাকসিন দিয়ে তারপর আমরা ১ % ভ্যাকসিন পেতাম।উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইযুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, অফিসার ইন চার্জ হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ তোফাজ্জল হোসেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সোমা মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি বাবু ইশ্বর চন্দ্র বর্মন, খালেকুজ্জামান তোতা, নওগাঁ জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য আবেদ হোসেন মিলনসহ প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ।
মতবিনিময় সভা শেষে পিপিই, মাস্ক ও করোনা সুরক্ষা চশমা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের হাতে প্রধান অতিথি খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি তুলে দেন।মতবিনিময় সভার পূর্বে খাদ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি সকাল ১০টায় খাদ্য গুদাম পরিদর্শন করেন।