ইমরান ইসলাম,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ নিয়ামতপুরে ভূয়া দলিল করে কবরস্থান দখলের অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, উপজেলার ভাবিচা ইউনিয়নের শালালপুর গ্রামের অনেক পুরোনো একমাত্র কবরস্থান একই গ্রামের মৃত- অবির উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার ১৯৭৪ সালে একটি ভূয়া পত্তনী দলিল করে দখলের চেষ্টা করছে।
সম্প্রতি আব্দুস সাত্তার সেই দলিল বের করে গ্রামের একমাত্র করবস্থান দখলের চেষ্টা করছে।গ্রামের অধিবাসী মোখলেছার রহমান বলেন, আব্দুস সাত্তার দীর্ঘদিন মসজিদের সরদারের দায়িত্ব পালন করেন। সে সময় মসজিদের অর্থায়নে করবস্থানে আম গাছ লাগানো হয়।আমগাছসহ করবস্থান দখলের চেষ্টা করছে। কবরস্থানে গ্রামের অনেক মানুষের করব রয়েছে।
আরেক বাসিন্দ কামরুজ্জামান বলেন, আমরা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন দিলে তারা এসে দেখে মাপ করে করবস্থানের এরিয়া নির্ধারণ করে ঘিরে দিতে বলেন এবং সাইন বোর্ড লাগিয়ে দিতে বলেন। আমরা সাইন বোর্ড লাগালে আব্দুস সাত্তার কিছু লাঠিয়াল বাহিনী নিয়ে এসে সে সাইন বোর্ড তুলে ফেলে।
গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী ফরিদা বেগম বলেন, আমাদের বিভিন্ন মামলার হুমকি প্রদান করে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি কবরস্থান উদ্ধারের জন্য। খাইরুল ইসলাম বলেন, আব্দুস সাত্তারের জন্ম ৬৯ সালে তাহলে কিভাবে ৭৪ সালে তার নামে দলিল হয়।
নিয়ামতপুর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার অলক কুমার জানান, আমরা আবেদন পেয়েছি। পত্তন বাতিলের জন্য উর্ব্ধতন কতৃৃপক্ষের নিকট আবেদন জানানো হয়েছে।