ইমরান ইসলাম,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে।
মঙ্গলবার(২৮সেপ্টেম্বর)সকাল সাড়ে ১০ টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লবের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমুখ ।
আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে ভবিষ্যতে তিনি যেন দল ও দেশকে সঠিকভাবে এগিয়ে নিতে পারেন সেজন্য সকলে দোয়া করেন। আলোচনা শেষে দোয়া ও কেক কাঁটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।