ইমরান ইসলাম, নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন।
এর আগে তিনি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার(৩০ সেপ্টেম্বর) বিকালে নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন তিনি।
এ সময় রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ও সদ্য বদলী হওয়া উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা নবাগত নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে দায়িত্বভার বুঝিয়ে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নবাগত নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে ফুলের শুভেচ্ছা জানান,বিদায়ী ইউএনও জয়া মারীয়া পেরেরা,উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম,উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দীন, সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম,নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক জনি আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, সদস্য ইমরান ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে চাকরিতে যোগদান করেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা