ইমরান ইসলাম, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ শাশুড়ীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা করে ভুক্তভোগী বাদিনী ও তার পরিবার আসামীদের ভয়ে এখন গ্রাম ছাড়া।
আসামীরা যে কোন মূর্হুতে বাদিনী ও তার পরিবারকে হত্যা করবে বলে হুমকি প্রদান করে বলে জানান ঐ ভুক্তভোগী পরিবার। সরেজমিনে গিয়ে জানা যায়, নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মহিষকুড়ি গ্রামের মজিদুল ইসলামের জামাই মুকুল হোসেন (৩৫) তার আপন চাচা শাশুড়ীকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে বলে থানায় মামলা করায় আসামী মুকুল হোসেন ও তার শশুড় ভুক্তভোগী পরিবারকে নানাভাবে হয়রানী, হত্যার হুমকি দেওয়ায় ভুক্তভোগী পরিবার এখন নিজ গ্রাম ছাড়া।
বর্তমানে ভুক্তভোগী বাদিনী নিজ বাবার বাড়ীতে অবস্থান করছেন।ভুক্তভোগী জানান, আমরা থানায় অভিযোগ দেওয়ায় তারা ক্ষুদ্ধ হয়ে আমাকে ও আমার স্বামীকে হত্যা হুমকি দিয়ে যাচ্ছে। আমি বর্তমানে স্বামীকে নিয়ে বাবার বাড়ীতে অবস্থান করছি।
আমি প্রশাসনের কাছে আকুল আবেদন করছি আমাদের জীবনের নিরাপত্তা দেওয়া হোক। পাশাপাশি আমি যেন সুষ্ঠু বিচার পাই তার ব্যবস্থা করে।ভুক্তভোগীর স্বামী বলেন, আমরা থানায় লিখিত অভিযোগ দেওয়ায় আমার ভাই ও তার জামাই আমাকে ও আমার স্ত্রীকে যে কোন মুহুর্তে হত্যা করবে বলে হুমকি প্রদান করেন।
আমরা প্রাণ ভয়ে শশুড়বাড়ীতে আছি। তারা উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেন।অভিযুক্ত মজিদুল ইসলাম বলেন, আমার ও আমার জামাই এর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ন মিথ্যে। আমি বা আমার পরিবারের কেউ তাদের কোন প্রদান হুমকি প্রদান করি নাই। তারা স্বেচ্ছায় নিজের বাড়ী ছেড়ে শ্বশুড় বাড়ীতে আছে।