নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ঘাসফুল নিয়ামতপুর শাখার উদ্যোগে কর্মহীন, অসহায়, দিনমজুর, দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে।
শনিবার ১৪ আগষ্ট সকাল ১০টার দিকে উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় একশত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম।
এ সময় উপস্থিত ছিলেন,ঘাসফুল নিয়ামতপুর এলাকা ব্যবস্থাপক আনোয়ার হোসেন, ঘাসফুলের সহকারী পরিচালক মোঃ সাইদুর রহমান, নিরীক্ষক মোঃ নুরুজ্জামান,ঘাসফুল শাখা ব্যবস্থাপক মোঃ জুয়েল রানা, হিসাবরক্ষক সোহেল রানা প্রমুখ। এসময় প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি সায়াবিন তেল, ১ কেজি লবন ও ২টি মাস্ক বিতরণ করা হয়।