নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল-আমনুরা সড়কের নেজামপুর বাজারের সন্নিকটে ইসলামপুর নামক স্থানে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১০াটর দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুর যাবার সময় আলহাজ¦ নজরুল ইসলামকে বহনকতারী মাইক্রোবাসটি রাস্তার ধারের গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
স্থানীয়রা আহত নজরুল ইসলাম ও মাইক্রো চালককে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মেসার্স নজরুল অটো রাইস মিল, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সদস্যদানবীর আলহাজ¦ নজরুল ইসলামকে মৃত ঘোষনা করেন।
তাাঁর স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এবি সরকারী উচ্চ বিদ্যালয়ে জানাজা শেষে রহনপুর বড়গ্রাম কবরস্থানে দাফন করা হবে।
রহনপুর বড়বাজার পাড়ার মৃত মোন্তাজ আলীর ছেলে দানবীর আলহাজ¦ নজরুল ইসলম(৬৫) মৃত্যুকালে ৫ ছেলে ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এন্ড কমার্স, জেলা অটো মিলমালিক সমিতিসহ অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরা শোক ও সমবেদনা জ্ঞাপণ করেছেন।