নাচোল(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় ৩জন প্রার্থীর মধ্য থেকে ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমর্থনে আলোচনাসভায় দলীয় চুড়ান্ত একক প্রার্থী মনোনয়নের লক্ষে সকলে একমত হতে না পারায় ৩ প্রার্থীই নির্বাচনী মাঠে রইলেন।
গত ১০ সেপ্টেম্বর ৫জন প্রার্থীকে নিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের তাঁর অফিসে দলীয় মনোনয়নের আহ্বান জানান। ৫ প্রার্থীর মধ্যে ৩ জন প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র ক্রয় করেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা অওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল অহাব এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
৩ জন প্রতিদ্বন্দ্বি পার্থী হলেন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রভাষক মশিউর রহমান বাবু, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও পৌর আওয়ামীলীগের ৮নং ওয়ার্ড সভাপতি হেলাল উদ্দিন লিটন।
উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ও জামায়াত ও জাতীয়পার্টির কোন প্রার্থী অংশগ্রহণ করেন নি। উপজেলা অওয়ামীলীগের প্রত্যাশা ছিল দলীয় একক প্রার্থী হলে আর নির্বাচনে অংশগ্রহণ করতে হতোনা। কিন্তু ৩ প্রার্থীর মধ্যে কেহই ছাড় না দে’য়ার করণে আগামী ৭ অক্টোবর ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের মাঠে ৩ প্রার্থীই রয়ে গেলেন।