নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দোলা সিংড়া গ্রামের দুই রাস্তার উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন।
গতকাল শনিবার বিকেলে উদ্বোধনকালে এমপি বলেন, গ্রামের মানুষের দুর্ভোগের দিন শেষ। নন্দীগ্রাম ও কাহালু উপজেলার সবগুলো যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন কাজ ধারাবাহিকভাবে করা হচ্ছে। ইতিমধ্যে অনেক কাজ সম্পন্ন করেছি।
এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলাম মাস্টার, যুগ্ম আহবায়ক হাফিজার রহমান, বিএনপি নেতা বেলায়েত হোসেন আদর, আলাউদ্দিন সরকার, মোফাজ্জল হোসেন, আব্দুর রহিম, আবু বক্কর এল. আর, মাহবুবুর মাস্টার, হেলাল উদ্দিন, শফিকুল ইসলাম, মাসুদ হোসেন, নজরুল ইসলাম মেম্বার, হাসেম আলী মেম্বার, জাহিদুল ইসলাম, স্থানীয় ইয়াছিন আলীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।