জিয়াউল হক, স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কাজ শুরু হয়েছে। সেপ্টেম্বর (১৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে পৌর চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল আবুল কাশেম মোঃ ফজলুল কাদের পি এস সি প্রকল্প পরিচালক (আইডিইএ ২য় পর্যায়) নির্বাচন কমিশন সচিবালয় ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদুল ইসলাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী, সুদীপ কুমার চক্রবর্তী পুলিশ সুপার বগুড়া, মাহবুব আলম শাহ সিনিয়র নির্বাচন অফিসার বগুড়া, সঞ্জয় কুমার মহন্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এ জি এম বাদশাহ মেয়র ধুনট পৌরসভা।
নির্বাচন অফিস সুত্রে জানা যায়, ধুনট উপজেলার ১ টি পৌরসভা ও ১০ টি ইউনিয়নে ২০০৮ হতে ২০১৮ সাল পর্যন্ত যারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের স্মার্ট কার্ড জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে। উদ্বোধনের দিন হতে পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়ন ওয়ার্ডে এ কার্যক্রম অব্যাহত থাকবে।