জিয়াউল হক, স্টাফ রিপোর্টার:
বগুড়ার ধুনটে জোড়খালি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার নবনির্মিত বহুতল ভবনের শুভ উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ মে) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ এর মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধিনে প্রায় চার কোটি টাকা ব্যায়ে এই বহুতল একাডেমিক ভবন নির্মিত হয়েছে।
অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানে আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আলম, গোসাই বাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, গভর্নিং বডির সহ সভাপতি সাইফুল ইসলাম মজনু।
শরীর চর্চা শিক্ষক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি,রেজাউল করিম তালুকদার দুলাল, শফিকুল ইসলাম চাঁন, সিরাজুল হক লিটন, এম এ তারেক হেলাল, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, যুবলীগের সহ সভাপতি আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, সভাপতি জাকারিয়া খন্দকার সহ জোড়খালি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।