স্টাফ রিপোর্টার:বগুড়ার ধুনটে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জৈষ্ঠ পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ধুনটের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।
শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর আলোচনা সভা স্মৃতিচারণ,উপজেলা সমাজ সেবা ও আমার বাড়ি আমার খামার প্রকল্পের চেক বিতরণ,মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষে কিশোর কিশোরীদের বাইসাইকেল ও প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষে ঘাস কাটা মেশিন বিতরণ করেন।
সহকারী শিক্ষা অফিসার আমিনুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহসীন আলম, পৌর মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, রেজাউল করিম তালুকদার,রেজাউল করিম রেজা,শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, দপ্তর সম্পাদক আফসার আলী, কোষাধ্যক্ষ প্রভাষক আনিসুর রহমান,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম ওয়াহাব, সাবেক কমান্ডার ফেরদৌস আলম,পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু সহ-সভাপতি আলীম আল রাজি বুলেট, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকারসহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।