ধুনট বগুড়া সংবাদদাতা: বগুড়ার ধুনটে নিজস্ব অর্থায়নে গ্রামের রাস্তা মেরামত করে দিলেন মেম্বার পদপ্রার্থী সুলতান মাহমুদ।
তিনি উপজেলার সদর ইউনিয়নের পার ধুনট গ্রামের সিরাজ প্রাং এর ছেলে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে সদর ইউনিয়নের-২ নং ওয়ার্ড (পার ধুনট রত্নীপাড়া) এর মেম্বার পদপ্রার্থী।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে সুলতান মাহমুদ গ্রামের যুবসমাজের সঙ্গে চলাচল অনুপযোগী রাস্তাগুলো মেরামত করেন। এজন্য তিনি ব্যক্তিগত তহবিল হতে বালু সুরুকি সংগ্রহ করেন। এপ্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন- এলাকার উন্নয়নে সর্বদা মানুষের পাশে ছিলাম আছি আগামীতেও থাকতে চাই এজন্য আমার ওয়ার্ড বাসির দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।