সোহেল রানা ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়নে অবস্থিত কালামপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে সরকার ঘোষিত অবৈধ কারেন্ট জাল ও চাইনা জাল পুড়িয়ে বিনষ্ট করে দিয়েছে উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ১০ টার দিকে এ অভিযান পরিচালনা করে ২০০ টি
১০০০০ মিটার কারেন্ট জাল,২টি ১০০ মিটার চাইনা রিং দোয়ার জাল পুড়িয়ে
বিনষ্ট করা হয়।
এ সময় ক্ষেত্র সহকারী মোঃ রমজান আলী সহ লিফগণ উপস্থিত ছিলেন। উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা নাজনীন নাহার বলেন,গোপন সংবাদের বিত্তিতে উপজেলার বিভিন্ন হাটে বাজারে বিক্রয়ের জন্য আনা সরকার ঘোষিত অবৈধ জাল গুলা জব্দ ও পুড়িয়ে বিনষ্ট করা হচ্ছে, দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ রক্ষায় আমাদের এ অভিযান চলমান থাকবে।