জয়পুরহাট প্রতিনিধিঃ ২৪ সেপ্টেম্বর ২১ জয়পুরহাটে ৭ জন মাদক সেবীকে আটক করেছে র্যাব। বৃস্পতিবার রাতে শহরের ক্যাডেট কলেজের আশপাশের এলাকায় র্যাব অভিযান চালিয়ে তাদের আটক করেছে।
আটককৃতরা হলেন, শহরের চকগোপাল এলাকার নুর আলমের ছেলে নাইম (১৯),একই এলাকার সুনীল টপ্পুর ছেলে সুজন টপ্পু (২০),মাষ্টারপাড়া এলাকার মসির উদ্দিন ফকিরের ছেলে মোঃ বাবু (৩৬) এবং সদর উপজেলার খয়েরদারা এলাকার, বগা মহন্তের ছেলে অধির চন্দ্র (৪০),মৃত মহেন্দ্রনাথ মাহাতোর ছেলে কৃষ্ণ চন্দ্র (৪৫), মৃত শশী চন্দ্রনাথ মাহাতোর ছেলে বিফল চন্দ্র মাহাতো (৪৫), মৃত ভোলা চন্দ্র মাহাতোর ছেলে নেপাল চন্দ্র মাহাতো (৩২)
র্যাব-৫,জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির জানান, বিভিন্ন স্থানের অভিযানে দেশি মদ ও গাঁজা মাদকসেবনরত অবস্থায় ৭ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।