দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃঅদ্য ৭আগষ্ট সকাল ৯ঘটিকা হতে বিকেল ৩ ঘটিকা পর্যন্ত বিরতী হীন ভাবে করোনা গনটিকা কার্যক্রম পরিদর্শন করলেন দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাঃআবু তাহির।
দুপচাঁচিয়া উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে সকাল ৯ঘটিকা হতে বিকেল ৩ঘটিকা পর্যন্ত করোনা টিকাদান কার্যক্রম চলে।প্রতিটি ইউনিয়নে তিনটি করে বুথে সুষ্ট ভাবে করোনা টিকা গ্রহন করেন ২৫ উর্দ্ধে নারী ও পুরুষ।প্রতিটি ইউনিয়নে ৬০০টি করে টিকা প্রদান করেন উপজেলা স্বাস্হ কমপ্লেক্স,দুপচাঁচিয়া।১০০% করোনা টিকা প্রদান করেন
তালোড়া,গোবিন্দপুর,চামরুল,গুনাহার ইউনিয়ন।তবে জিয়ানগর ও দুপচাঁচিয়া সদর ইউনিয়ন প্রায় ৮৫% করোনা গনটিকা প্রদান করেন মর্মে উপজেলা স্বাস্হ সহকারী মোঃইউনুছ আলী এই প্রতিবেদক কে নিশ্চিত করেন।
ইউনিয়ন সমুহে জরজমিনে গিয়ে দেখা যায় করোনা টিকা গ্রহনে জনগনের মাঝে ব্যাপক সচেতনতা বিরাজ করছে,টিকা নিতে আসা নারী পুরুষ লাইনে দাঁডিয়ে অপেক্ষা করছে।
প্রতিটি ইউনিয়নে করোনা টিকা প্রদানে স্বাস্হ সহকারী, এফ ডাব্লিও এ,সিএইচ সিপি, গন করোনা টিকা কার্যক্রম পরিচালনা করেন।তাদের সহযোগিতা করেন সেচ্ছাসেবকগন।
অপর দিকে আইন শৃঙ্খলা বাহিনী ছিল চোখে পড়ার মত।দুপচাঁচিয়া থানা পুলিশ,আনসার বাহিনী,গ্রাম পুলিশ ও সেচ্ছাসেবক বাহিনী।
প্রতিটি ইউনিয়নে সুষ্ট ভাবে গনটিকা দিতে যেন কোন অসুবিধা না হয়, সে দিকে দৃষ্টি রেখে উপজেলা নিবাহী কর্মকর্তা জনাব মুহাঃ আবু তাহির,উপজেলা স্বাস্হ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুল কুদ্দুস মন্ডল,উপজেলা স্বাস্হ সহকারী মোঃইউনুছ আলী ও স্ব স্ব ইউনিয়নের চেয়ারম্যান গন পরিদর্শন করেন।