দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: ১৪সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দুপচাঁচিয়া থানা পুলিশ কতৃক মাদক ও ওয়ারেন্ট মামলায় মোট ৭জন আসামীকে গ্রেফতার করিতে সক্ষম হয়েছে।
থানা সুত্রে জানা যায়,মাদক নিয়ন্ত্রন আইনের মামলায় ১ মোঃ আনোয়ার হোসেন পিতাঃ মৃত তছির উদ্দীন গ্রামঃ হেরুঙ্জ থানাঃ দুপচাঁচিয়া, জেলাঃ বগুড়া ওয়ারেন্ট মামলায় ১ মোঃমুনছুর আলী পিতাঃমৃত আফছার আলী ২ মোছাঃফেন্সী বেগুম স্বামীঃমোঃসিদ্দিক ৩।মোঃশাহিন পিতা আঃরহিম ৪।মোঃ সিদ্দিক প্রাং পিতা মোহাম্মাদ আলী ৫ মোছাঃ মর্জিনা বেগুম স্বামীঃ আব্দুর রহিম ৬ মোঃ আব্দুর রহিম পিতা মৃতঃ মোহাম্মাদ আলী সকলের সাং বাঁশোপোতা থানাঃ দুপচাঁচিয়া জেলাঃ বগুড়া
দুপচাঁচিয়া থানার এস আই রাশেদ জানান গ্রেফতার কৃত আসামীদের ১৫ সেপ্টেম্বর দুপুরে জেল হাজতে প্রেরন করা হয়েছে।