দৃষ্টি প্রতিদিন, ডেক্স রিপোর্ট:
রাজধানীর সাইন্সল্যাব এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে ঢাকা সিটি কলেজের সামনে বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া পাশের পুলিশ বক্সে ভাঙচুর চালানো হয়।

আজ মঙ্গলবার (২৩ মে) বিকেল পৌনে ৪টার দিকে এসব ঘটনা ঘটে। এর আগে, ধানমন্ডির আবাহনী মাঠের সামনে থেকে সাইন্সল্যাব এলাকা পর্যন্ত পদযাত্রা কর্মসূচি পালন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
জানা যায়, পুলিশি বাধার মুখে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম। তার আগে দলটির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
উপস্থিত বিএনপির নেতাকর্মীরা জানান, পুলিশ কাঁদানেগ্যাস ছুঁড়েছে। শেখ রবিউল ইসলাম রবি নামে একজনকে আটক করে নিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পদযাত্রা শেষ হওয়ার সময় বিএনপির পতাকা হাতে একদল যুবক সিটি কলেজের সামনে বিআরটিসির বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এসময় সেখানে থাকা পুলিশ বক্সও ভাঙচুর করা হয়।
এসময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সড়কে গাড়ি চলাচল শুরু হয়।
সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের ১০ দফাসহ দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি, নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ও অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিতে মঙ্গলবার রাজধানী ঢাকাসহ দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। এর আগে গত ১৭ মে ঢাকার দুই স্থানে একই দাবিতে পদযাত্রা করেছে দলটি।