ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের খোঁচাড়বাড়ি বাজারে রাস্তার কাজে ব্যাপক অনিয়মে অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলাল মাষ্টারের
বিরুদ্ধে, এতে প্রতিবাদ করেছে স্থানীয়রা।
উপজেলা স্থানীয় সরকার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এলজিইডি) সূত্রে জানা যায় ২০২১-২০২২ অর্থ বছরে হাট-বাজার উন্নয়ন প্রকল্পের (কনস্ট্রাকশ অফ আরসিসি) আওতায় খোচাবাড়ি বাজারে ১’শ ২ মিটার রাস্তার কাজের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১৪ লক্ষ ১ হাজার ৯৮৫ টাকা। যা বাস্তবায়নের দায়িত্ব ইউনিয়ন পরিষদের, আর কারিগরি সহায়তার দায়িত্ব উপজেলা এলজিইডি’র।
স্থানীয়দের অভিযোগ প্রকল্পের সিডিউল অনুযায়ি ১নং ইটের খোয়া, মানসম্মত বালি, সিমেন্ট ও রড দিয়ে কাজটি করার কথা কিন্তু সিডিউল অনুযায়ি না করে এতে ব্যবহার করা হয়েছে একেবারেই
নি¤œ মানের ইটের খোয়া, বালি, রড ও সিমেন্ট। আলমপুর গ্রামের বাসিন্দা কুশদেব রায় বলেন রাস্তাটি আগে ইটের ছিল।
সেগুলো ইউপি চেয়ারম্যান নিয়ে গেছে। পরে তার নিজ ভাটা থেকে নি¤œ মানের ইটের
খোয়া এনে কাজ করছে, উপজেলা এলজিইডি’র দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির কাছে কাজের মান সম্পর্কে জানতে চাইলে তিনিও বিষয়টির সত্যতা স্বীকার করেন বলে জানান। একই অভিযোগ তুলেন বাজারে আসা একাধিক ব্যক্তি।
ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলাল মাষ্টার বলেন প্রকল্পের সিডিউল অনুযায়ি কাজটি করা হচ্ছে। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি মহল হেয়প্রতিপন্ন করার জন্য এই সমস্ত কর্মকান্ড
চালাচ্ছে।
স্থানীয় সরকার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন বলেন বিষয়টি আমার জানা নেই তবে জেনে বিস্তারিত বলা যাবে।