ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে মাদক মামলায় ভ্রাম্যমান আদালতে সাজা প্রাপ্ত এক কয়েদি অসুস্থ হলে কারাগার থেকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
কারাগার কর্তৃপক্ষ বলছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ আগষ্ট) বিকালে ওই কয়েদির মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম।
জেলা কারাগার সূত্রে জানা যায় মৃত আব্দুর রহমান (৫৪) জেলার রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের মৃত বরাদ আলীর ছেলে। তিনি মাদক সেবনের অপরাধে একাধিকবার হাজত খেটেছেন।
গত ১৭ আগষ্ট ভ্রাম্যমান আদালতের বিচারক মাদক সেবনের অপরাধে তাকে তিন মাসের সাজা দেন। তিনি আজ দুপুর ১:৪১ মিনিটে অস্ধুসঢ়;স্থ হয়ে পড়লে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
২:২০মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়নের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।