আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, বৃক্ষরোপণ, মাস্ক বিতরণ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র ক্যাপ্টেন শেখ কামালের জন্ম বার্ষিকী টাঙ্গাইলের মধুপুরে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের প্রশান্তি চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন।
পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন সহকারি পুলিশ সুপার (মধুপুর ও ধনবাড়ী সার্কেল) শাহীনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যঅন যষ্ঠিনা নকরেক, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীগণ।
এদিকে ইসলামিক ফাউন্ডেশন মধুপুরের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদসহ মধুপুরের সকল মসজিদে বাদ যোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।