মাহফুজুর রহমান রিভু, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটি এবং পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার সুক্তাহার এলাকায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জয়পুরহাট সদর থানার ওসি আলমগীর জাহান জানিয়েছেন।
নিহতরা হলেন, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আহম্মেদ আলী (৫০) এবং নওগাঁর বদলগাছি উপজেলার দেওপুরি গ্রামের আব্দুর রহমান সোনারের ছেলে মাহবুল আলম সোনার (৩৫)।
জয়পুরহাট থানার ওসি আলমগীর জানান, কয়েকজন গরু ব্যবসায়ী আক্কেলপুর থেকে গরু নিয়ে শ্যালোইঞ্জিন চালিত ভটভটিতে করে দুর্গাদহ হাটে যাচ্ছিলেন। পথে সুক্তাহার এলাকায় আক্কেলপুরগামী পিকআপ ভ্যানের সঙ্গে ওই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে পিকআপ ভ্যান এবং ভটভটির দুই চালকই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।
বিকেলে চিকিৎসাধীন অবস্থায় পিকআপ ভ্যান চালক মাহবুল আলম সোনারের মৃত্যু হয়।
অবস্থার অবনতি হওয়ায় ভটভটি চালক আহম্মেদ আলীকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয় বলে জানান জয়পুরহাট থানার ওসি।