ছাম্মি আহমেদ আজমীর: জাতীয় শ্রমিক লীগ, জাতীয় জুট মিল শাখার উদ্যোগে,উক্ত সংগঠনের সভাপতি মোঃ আওরঙ্গ আজিজ স্বপন এর সভাপতিত্বে, মজুরী কমিশনের বকেয়া পাওনা আদায় ও বন্ধকৃত জুট মিল চালুর দাবীতে শ্রমিক সভা সিরাজগঞ্জ সদর থানাধীন সিরাজগঞ্জ জাতীয় জুট মিলের ০১ নং গেইট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
রবিবার(১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায়জাতীয় শ্রমিক লীগ, জাতীয় জুট মিল শাখার সহ-সভাপতি গাজী সাইফুল ইসলাম,মোঃ খোদাবক্স, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, প্রচার সম্পাদক মোঃ মজনু, সিরাজগঞ্জ জেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল বাসেদ বাবু, জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ এর যুগ্ম আহবায়ক মোঃ সেলিম উদ্দিন সহ জাতীয় শ্রমিক লীগ, জাতীয় জুট মিল শাখার নেতৃবৃন্দ ও জাতীয় জুট মিলের শ্রমিক-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তাগণ বলেন, জুটমিল গুলো বন্ধ হওয়ায় হাজার হাজার শ্রমিক বেকার হয়ে অনাহারে,অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। বর্তমান সরকার দেশের বেকারত্বের হার কমানোর চেষ্টা করছে। কিন্তু কিছু অসাধু কর্মকর্তারা তাদের ফায়দা লুটার জন্য মিলগুলো বন্ধ করে দেশের বেকারত্বের হার বৃদ্ধি করছে।
এতে করে সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।শ্রমিক হলো দেশ উন্নয়নের চালিকাশক্তি। শ্রমিক উন্নয়ন না হলে সমাজ তথা দেশের উন্নয়ন সম্ভব নয়। বারবার শ্রমিকদের পাওনা টাকা পরিশোধের জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও সান্তনা ছাড়া কিছুই পাওয়া যায়নি।
জুট মিল শ্রমিকদের মজুরী কমিশনের সকল বকেয়া পাওনা পরিশোধ সহ বন্ধকৃত পাটকল ও চিনিকল গুলো আধুনিকায়ন করে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে চালু করার দাবী জানান। অনতিবিলম্বে দাবিগুলো বাস্তবায়িত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।