31 C
Bangladesh
Thursday, June 1, 2023
Google search engine
spot_imgspot_img
Homeসারাদেশঢাকাগৌতম সাহার কোরিওগ্রাফিতে বধু সাজে অপু বিশ্বাস

গৌতম সাহার কোরিওগ্রাফিতে বধু সাজে অপু বিশ্বাস

রিয়েল তন্ময়, বিনোদন প্রতিবেদক:

জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারো বধূবেশে ধরা দিয়েছেন। তবে এটি বাস্তবে নয়, একটি পার্লারের ফটোশুটে অংশ নিতেই বধূ সাজতে হয়েছে বলে জানান অপু বিশ্বাস।

গৌতম সাহার কোরিওগ্রাফিতে এই ফটোশুটে অপুর পাশাপাশি অংশ নেন মডেল-উপস্থাপিকা বারিশা হক।

বুধবার (২৪ মে) নারায়ণগঞ্জের আকলিমা’স বিউটি পার্লারের এই ফটোশুটে ক্যামেরায় ছিলেন আফজাল হোসেন। ভিডিওতে ছিলেন রাব্বি। অপু বিশ্বাস জানান, এর মধ্য দিয়ে দীর্ঘদিন পরে গৌতম সাহার কোরিওগ্রাফিতে ফটোশুটে অংশ নেন তিনি।

কোরিওগ্রাফার গৌতম সাহা বলেন, অনেকদিন পর অপু বিশ্বাসকে নিয়ে ফটোশুট করেছি। সঙ্গে বারিশাও ছিল। দারুণ শুট হয়েছে। বিশেষ করে আকলিমার মেকআপের প্রশংসা রয়েছে। দূর-দূরান্ত থেকে এখানে সাজতে আসে। মেকআপ-গেটআপ সবমিলিয়ে ভালো একটি ফটোশুট হয়েছে।

এর আগে এই পার্লারে বিদ্যা সিনহা মিম, কেয়া পায়েল, তানজিন তিশা, পারসা ইভানা, শবনম ফারিয়া, দীঘিসহ দেশের জনপ্রিয় শিল্পীরা ফটোশুটে অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

নবাগত পারিশা’র ‘ফাইটার’

0
রিয়েল তন্ময়, বিনোদন প্রতিনিধি: মডেল-অভিনেত্রী পারিশা জান্নাত। অভিনয়ের পাশাপাশি মাঝে মধ্যে গানেও কণ্ঠ দেন। তবে তার স্বপ্ন রুপালি পর্দা। সিনেমায় নায়িকা হওয়ার লক্ষে নিজেকে...
x