গোমস্তাপুর ( চাপাইনবাবগন্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে জেলা পরিষদ ডাকবাংলোয় রুম বরাদ্দ নিয়ে বাংলা মদের আসর বসার প্রস্তুতি নিয়েছিল চাপাইনবাবগন্জের ব্যবসায়ী সুজাতুল আলম কল্লোল নামের একজন।

তিনি গম্ভীরার জনপ্রিয় শিল্পী কুতুবুল আলমের ছেলে বলে জানা গেছে। ডাকবাংলো তে পূর্ব থেকেই অবস্হানরত ডিজিএফআইয়ের সদস্যরা বিষয়টি টের পেয়ে যায়।
আইনশৃঙ্খলা বাহিনী কে খবর দেয়া হলে তারা এসে তল্লাশি চালিয়ে ডাকবাংলোর কেয়ারটেকার বাবর আলীর কাছ থেকে ৫ বোতল দেশী মদ সহ তাকে আটক করে। বাবর আলী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে ডাকবাংলোর অতিথি কল্লোেল ও তার সহযোগীদের জন্য মদ এনে দেয়। তবে কল্লোল বা তার সহযোগী কাউকে গ্রেফতার করা হয়নি।
গ্রেফতারকৃত বাবর আলী কে মাদক মামলায় আটক দেখিয়ে ২৫ মে বৃহস্পতিবার সকালে কোর্টে প্রেরন করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক বদিউজ্জামান বলেন, আটক ব্যক্তির নিকট মাদক পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগে তার বিরুদ্ধে মামলা দিয়ে কোর্টে পাঠানো হয়েছে। গোমস্তাপুর থানার মামলা নং ২০ তাং ২৫ মে ২০০৩