শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বাংলাদেশ কৃষকলীগের নেতৃবৃন্দ বলেছেন ১৫ ই আগস্ট ঘটনার আগে ইতিহাসের খলনায়ক জিয়াউর রহমানের পরিকল্পনা ছিল সুদীর্ঘ । ষড়যন্ত্রের সুদীর্ঘ পথ ধরে খুনি জিয়াউর রহমান বিপথগামী সেনা সদস্যদের বূকে আগলে নিয়ে ৭৫ এ পৃথিবীর ইতিহাসে ঘটান নৃশংস হত্যাকাণ্ড ১৫ আগস্ট। আর খুনি জিয়ার গুণধর পুত্র ঘাতক তারেক এর নেতৃত্বে আরেকটি লোহমর্ষক হত্যাকাণ্ড ঘটায় হয় ২০০৪ সালের ২১ আগস্ট।
আগস্ট মানেই বাঙালি জাতির জন্য এক কষ্টের এবং লজ্জার দিন। দেশে হত্যা ক্যু ষড়যন্ত্র ও সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের বিরুদ্ধে বঙ্গবন্ধুর প্রতিটি সৈনিক কে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সার্বক্ষনিক সজাগ থাকতে হবে।
২১ আগস্ট শনিবার বিকেল তিনটায় কানাইকান্দর হাইস্কুল হল রুমে শেরপুর উপজেলার শাহ বন্দেগি ইউনিয়ন কৃষক লীগ আয়োজিত ১৫ ই আগস্ট ২১ শে আগস্ট বোমা হামলায় নিহত সকল শহীদদের স্মরণে শোক ও স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্যে কৃষকলীগ নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্যে একথা বলেন।
ইউনান কৃষকলীগের সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা লিটন এর সঞ্চালনায় পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি কৃষি বিষয়ক সম্পাদক ও রাজশাহী বিভাগ সমূহ কমিটির সদস্য আজমল হোসেন প্রধান আলোচক হিসেবে বগুড়া জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা, প্রধান বক্তা হিসেবে মনজুরুল হক মঞ্জু সাধারণ সম্পাদক জেলা কৃষকলীগ ,জেলা কৃষকলীগের সহ-সভাপতি আবু বক্কার রাজা ,সেচ ওবিদ্যূত বিষয়ক সম্পাদক মিজানুর রহমান খন্দকার মিজান, শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এসএম আবুল কালাম আজাদ, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, আব্দুল হামিদ ,শাহ বন্দেগী ইউপি চেয়ারম্যান আল আমিন তালুকদার প্রমূখ।