এস,এম,হাবিবুল হাসান :
সাতক্ষীরায় মহামারি করোনা ভাইরাস কোভিড-১৯ বিস্তার রোধে সচেতনতা বৃদ্ধি, নো মাস্ক, নো সার্ভিস, মাস্ক পরুন, সেবা নিন, সুস্থ থাকুন ইত্যাদি ক্যাম্পেইন এবং ডিজিটাল বাংলাদেশ সম্পর্কিত অর্জনসমূহের বহুল প্রচার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসপায়ার টু ইনোভেটের সহযোগিতায় ও সাতক্ষীরা জেলা প্রশাসন কর্মশালাটির আয়োজন করে।
মঙ্গবার(৩১ আগষ্ট) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা সার্কিট হাউজের হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক তানজিল্লুর রহমানের সঞ্চালনা প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের সহকারি অধ্যক্ষ আমান উল্লাহ হাদি, জেলা কৃষি অফিসার নুরুল ইসলাম, সদর উপজেলা চেয়াম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবুসহ জেলার সকল সরকারি- বেসরকারি অফিসের কর্মকর্তাগণ ।