স্টাফ রিপোর্টার: ঢাকায় ছাত্রদল’র কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেফতার করার প্রতিবাদে বগুড়ায় জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
(২৯ আগষ্ট) রোববার সকাল ১১ টায় জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান’র নেতৃত্বে জলেশ্বরীতলা থেকে বিক্ষোভ মিছিল নবাববাড়ীস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ করেন।
সমাবেশকে কেন্দ্র করে পুলিশের বিশেষ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান।
এসময় আরোও উপস্থিত ছিলেন সহ-সভাপতি সোহরাব হোসেন বাপ্পি, শাফিনুর ইসলাম মিল্টন, যুগ্ম-সাধারণ সম্পাদক রওশন হাবিব রিয়ন, রাকিব সিদ্দিকী, আতিকুল ইসলাম রিমন, সহ-সাধারন সম্পাদক সাজু আহম্মেদ রবি, আমিনুল, সহ-সাংগঠনিক সম্পদক উজ্জল হোসেন, সোহেল রানা, রাশেদ হাসান, আমিনুল ইসলাম, সুফি সৌরভ, সহঃদপ্তর সম্পাদক নাসিফ মারফী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান, জেলা ছাত্রদলের বৃত্তি ও ছাত্র কল্যাণ সম্পাদক আলমগীর, যোগাযোগ সম্পাদক জন, জেলা ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ ছোটন, সাদেক, আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।
অনতিবিলম্বে নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন নেতাকর্মীরা।