স্টাফ রিপোর্টার: বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক বলেছেন জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে যুবলীগের সব পর্যায়ের নেতা কর্মীদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের কাজে আদর্শবান কর্মী হয়ে কাজ করতে হবে।
এদেশ আজ শেখ হাসিনার কারনে বিশ্বের কাছে সন্মানিত হয়েছে। জননেত্রীর অবিরাম উন্নয়ন চিন্তাধারার মধ্যদিয়ে বাংলাদেশ আজ অভুতপূর্ব উন্নয়নশীল দেশের কাতারে অগ্রগতির মহাসড়কের ধাবিত হচ্ছে।
এ অবিরাম উন্নয়নের গতিশীল চাকা সচল রাখতে বঙ্গবন্ধুর আদর্শের যুবলীগের প্রত্যেককে আগামী সকল নির্বাচনে দলের মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করে নৌকা মার্কার বিজয়ের ফসল নিজেদের ঘরে তুলে আনতে আত্মনিয়োগ করে এখন থেকেই মনোযোগী হওয়ার আহবান জানান।
তিনি ২৪সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার কুসুম্বি ইউনিয়ন পরিষদের হল রুমে যুবলীগের তিনটি ওয়ার্ড কমিটির যৌথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে যুবনেতা তারেক উপরোক্ত কথা বলেন।
ইউনিয়ন যুবলীগ নেতা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূট্টো, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী সঞ্জু, উপজেলা যুবলীগ নেতা আরিফ মোল্লা,আবু বকর সিদ্দিক, লিটন সরকার, ইসমাইল হোসেন বাবু।
আফাজ উদ্দিন লিটন, রাজু আহম্মেদ, ছাত্রলীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানা, মোস্তাফিজার রহমান স্বপন,কুসুম্বি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিলনুর রহমান মিলন, আশাদুল ইসলাম, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সম্মেলনে ১নংওয়ার্ডে মোঃ নজরুল ইসলাম কে সভাপতি, জুলফিকার আলী পলাশ কে সাধারণ সম্পাদক , ২ নংওয়ার্ডে আলী আকতার রাজুকে সভাপতি জিহাদুল ইসলামকে সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ডে মোফাজ্জল হোসেন কে সভাপতি হেলাল উদ্দিন কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।