নীলফামারী (কিশোরগঞ্জ)প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জে চাদখানা ইউনিয়নের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷

আজ বৃহস্পতিবার সকাল ৮টায় ভোটারদের ভোট দেওয়া শুরু হয়ে বিকাল ৪ পর্যন্ত চলে। সে লক্ষ্যে গত মঙ্গলবার (৩ জানুয়ারি) দিনভর ভোটকেন্দ্রেগুলোতে পাঠানো হয়েছে, নির্বাচনী সরঞ্জামাদিসহ প্রয়োজনীয় জনবল।
ভোটাররা প্রথমবারের মত এভিএম পদ্ধতিতে ভোট প্রদান করেন। চাদখানার ১০টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তার সাথে সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পূর্ণ হয়।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়, .নৌকা প্রতীক নিয়ে মোস্তাফিজার রহমান জাদু মিয়া ভোট পেয়েছেন ৪৫০৯ অপর প্রার্থী দুই পাতা প্রতীক পেয়েছেন ৩৮৮০, লাঙ্গল প্রতীক৩০৮২,আনারস প্রতীক ২৮৫২,ঘোড়া প্রতীক৪৮৩,মোটরসাইকেল প্রতীক১৮৭, মোট ভোট প্রদান করেছেন ১৪৯৯৩ এবং উত্ত ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২১২০৭ জন। উক্ত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে মোস্তাফিজার রহমানকে জয়ী ঘোষণা করা হয়।