সোহেল রানা, লালমনিরহাটঃ লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে নৌকার বিজয় আনতে ভোটযুদ্ধে লড়াই করবেন ৮জন ভাগ্যবান প্রার্থী।
ইউনিয়ন পরিষদের নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন যারা, ১নং ভোটমারী ইউনিয়ন পরিষদে – মোঃ আহাদুল হোসেন চৌধুরী, ২নং মদাতী ইউনিয়ন পরিষদে – মোঃ আব্দুল কাদের, ৩নং তুষভান্ডার ইউনিয়ন পরিষদে -নুর ইসলাম আহমেদ,
৪নং দলগ্রাম ইউনিয়ন পরিষদে – মোঃ আতাউর রহমান, ৫নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদে – মোঃ মাহাবুবুর রহমান, ৬নং গোড়ল ইউনিয়ন পরিষদে – মাহামুদুল ইসলাম, ৭নং চলবলা ইউনিয়ন পরিষদে -মোঃ মিজানুর রহমান মিজু, এবং ৮নং কাকিনা ইউনিয়ন পরিষদে- মোঃ তাহির তাহু।
৩য় ধাপের তফসিল ঘোষণা অনুযায়ী জেলার কালিগঞ্জ উপজেলার সব কয়টি ইউনিয়নের ভোট গ্রহণ ২৮শে নভেম্বর।