জয়পুরহাট প্রতিনিধিঃ ১৬ সেপ্টেম্বর, ২১জয়পুরহাটে চোরাই মোটরসাইকেল দেশীয় অস্ত্র,গুলি, মদ, গঁাজা, ইয়াবা ও ডাকাতির প্রস্তুতির জন্য ব্যবহিত সরঞ্জাম সহ আন্তঃজেলা ৩ জন ডাকাত দলের সদস্য কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে কালাই উপজেলার মাত্রাই বানদিঘি এলাকা থেকে তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে আদালতের পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জেলার কালাই উপজেলার মাত্রাই বানদিঘি গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে মাহাবুব মন্ডল (৪২), কালাই পৌর থানা পাড়া মহল্লার মৃত আজিজুর রহমানের ছেলে বজলার রহমান বুলেট (৪৩), গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রায়ভাঙ্গি এলাকার মোঃ হামিদের ছেলে সাদ্দাম হোসেন (৩২)।
তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ২ রাউন্ড গুলি, চোরাই ১টি মোটরসাইকেল, ১টি বিদেশি মদের বোতল, ৫০ গ্রাম গঁাজা ও ৪৪০ পিস ইয়াবা ও ডাকাতির প্রস্তুরির জন্য দুইটি স্লাইরেঞ্জ, একটি প্লাস, একটি স্ক্রু-ড্রাইভার, ১৩টি লোহার ফলা, একটি হাতল যুক্ত হ্যামার ও বঁাশের লাঠি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত কুখ্যাত ডাকাত মাহাবুব মন্ডলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা ও বজলার রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২টি মামলা রয়েছে।
কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।