টি এম কামাল : সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাটি শুভগাছা গ্ৰামের রফিকুলের বাড়ী থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিনব্যক্তিকে আটক করা হয়েছে।
কাজিপুর থানা সূত্রে জানা গেছে, আজ শনিবার ৩১ জুলাই দুপুর ১২ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শুভগাছা ইউনিয়নের ঘাটি শুভগাছা গ্ৰামের রফিকুলের বাড়ী থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ শুভগাছা ( কালাইচচ্ছা) গ্ৰামের আর আমিনের পুত্র সুজন আলী (২২), ঘাটি শুভগাছা গ্ৰামের মৃত্যু আব্দুল জলিলের পুত্র রফিকুল ইসলাম (৫০) ও ঝুনকাইল গ্ৰামের হারুনুর রশিদের পুত্র সুলতান মাহমুদ (৪৮) কে আটক করা হয়েছে।
আটককৃত আসামীদের বিরুদ্ধে কাজিপুর থানার মামলা নং ১৪, তারিখ ৩১/০৭/২০২১ ইং। ধারা-২০১৮ সালের মাদক নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর সারনী ১০ (ক) রুজু করে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়।
কাজিপুর থানার ওসি পিএন সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।